কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

দেলোয়ার হোসেন জাকির :

করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণের মাঝে কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ জুন) দুপুরে কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এ্যডমিরাল (অবঃ) আবু তাহের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বুধবার বিকেল ৫টায় কুমিল্লা জেলা পরিষদ সড়কে জনসাধারনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, স্যানিটাইজার, হেন্ড ওয়াশ, সাবান তুলে দেন তিনি। এর আগে কুমিল্লা জেলা পরিষদের পক্ষ হতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের তাহে তুলে দেন।

করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণের মাঝে কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগের বিষয়ে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের কাছে তুলে ধরেন জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এ্যডমিরাল (অবঃ) আবু তাহের।

কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে ২টি মাস্ক, ১টি স্যানিটাইজার, ১টি হেন্ড ওয়াশ ও ১টি সাবান দিয়ে করা ৭ হাজার প্যাকেট জনসাধারনের মাঝে বিতরণ করা হবে।

কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, করোনা নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনাগুলো জনগণকে সঠিকভাবে পালন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাভাইরাস আক্রান্ত থেকে প্রতিটি মানুষ সারক্ষা থাকতে পারবে।

এ সময় কুমিল্লা জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন সহ জেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!