স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীজুড়ে ফুটপাত অপসারণে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত তাদের অভিযান অব্যাহত রেখেছে। এক কথায় বলা যায় কঠোর অবস্থানে রয়েছেন জেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর টমছম ব্রীজ, রাণীর বাজার, স্টেশন রোড, চকবাজার এলাকায় বিভিন্ন পয়েন্টে ফুটপাত দখল মুক্ত করতে জেলা প্রশাসনের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখল মুক্ত করা হয়।
এ সময় ৮টি মামলা দায়ের করা হয়। বিভিন্ন ফুটপাত অবৈধ দখলদার ব্যবসায়িদের সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো আবু সাঈদ।