নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন শ্রীমন্তপুরে রয়েছে মোটা তাজা বিভিন্ন আকৃতির ১৬ ষাড় গরু। খামার মালিক মেঘনা বেকারীর মালিক ফরিদ মিয়া দেশীয় খাদ্য ও প্রাকৃতিক ঘাস খাওয়ানোর মধ্য দিয়ে গরু গুলো লালন পালন করেন। ফলে গরু গুলো দেখতে যেমনি সুদর্ষণ, তেমনি পবিত্র ঈদুল আযহায় কোরবানির জন্য উপযুক্ত রয়েছে।
কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন শ্রীমন্তপুরে অবস্থিত খামারে গরুগুলো দেখতে প্রতিদিনই উৎসুক জনতা ভীড় জমায়। কোরবানীর ঈদ উপলক্ষে চাকুরীজীবি, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশা শ্রেণীর লোকদের নজর কাড়বে গরুগুলো।
গরু গুলো বিক্রি করতে উপজেলা প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তারা সহযোগিতা চেয়েছেন। উপযুক্ত দামে গরু গুলো বিক্রি করতে পারলে তিনি লাভবান হবেন বলে জানান খামার মালিক ফরিদ মিয়া।
গরু গুলো কিনতে 01819-743813 নাম্বারে যোগাযোগ করার জন্য প্রকৃত ক্রেতাদের প্রতি অনুরোধ করেছেন তিনি। সমাজের প্রকৃত ক্রেতারা এগিয়ে এসে গরু গুলো ক্রয় করলে খামার মালিক ফরিদ মিয়া গরু পালনে আরও আগ্রহী হয়ে উঠবেন।