শিরোনাম :
কুমিল্লা পদুয়ার বাজারে অপহরণের একদিন পর শিশু উদ্বার
- তারিখ : ০৯:৩৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / 1558
মাজহারুল ইসলাম বাপ্পি।।
কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে আনাস ইসলাম (১০) নামের এক শিশুকে অপহরণের একদিন পর ৪০ হাজার টাকা মুক্তিপণে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় আইসক্রিমের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে এক যুবক। অপহৃত শিশু আনাস এডভোকেট খোরশেদ আলমের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় ৪০ হাজার টাকা মুক্তিপণ দেয়ার পর আলেখাচর এলাকা থেকে তাকে উদ্ধার করে বলে জানিয়েছেন আনাসের পরিবার।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, অপহরনকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।