কুমিল্লা বাখরাবাদ সিবিএ নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দের এমপি বাহারকে ফুলের শুভেচ্ছা
- তারিখ : ১০:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / 648
দেলোয়ার হোসেন জাকির
কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোঃ লিঃ (বিজিডিসিএল) সিবিএ ৯৮৯ এর নির্বাচনে বিজয়ী আকতার-মাজেদ (লিটন) পরিষদের নেতৃবৃন্দ কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে ফুলের শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচনে বিজয়ী সভাপতি আকতার হোসেন ও সাধারণ সম্পাদক মাজেদুর রহমান লিটন এর নেতৃত্বে পরিষদের সদস্যরা এমপি বাহারের সাথে সাক্ষাৎ করেন।
গত বুধবার ২১ অক্টোবর কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোঃ লিঃ সিবিএ ৯৮৯ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আকতার-মাজেদ পরিষদ ছাতা মার্কায় ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়। অপরদিকে খায়ের-স্বপন পরিষদ হাতুড়ি মার্কা নিয়ে ১০০ ভোট পায়।
সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোঃ লিঃ (বিজিডিসিএল) সিবিএ ৯৮৯ এর নির্বাচিত সহ-সভাপতি জসিম মান্না, মোখলেছুর রহমান ও আব্দুল মালেক খন্দকার। সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিন, অর্থ সম্পাদক বশির আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ সারোয়ার, ক্রীড়া সম্পাদক বাবুল কুমার দাস, দপ্তর সম্পাদক সাহিদুল বারি চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা, মোশারফ হোসেন নাসিম, আলমগীর সিকদার ওমর ফারুক দুলাল, , মো:সেলিম ও মনোয়ার হোসেন।