কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন

কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কু্বি) ইংরেজি বিভাগের সংগঠন Liberal Minds এর আয়োজনে আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে। রোববার ( ৮ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে অনুষ্ঠানের অংশ হিসেবে এক আলোচনা সভা আয়োজিত হয়।

ফাহিম বিনতে ফারিদের সঞ্চালনায় ড. তাসনিমা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের, ইংরেজি বিভাগের সভাপতি ড. বনানী বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি রশিদুল ইসলাম শেখ, বিজনেস স্টাডিজ এর ডিন ড. বিশ্বজিৎ চন্দ্র দেবসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আলোচনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের বলেন, কোনো শিশু যখন অসুস্থ হয়, বাবা ঘুমিয়ে পড়লেও মা কিন্তু জেগে থাকে, ছেলে মেয়ের জ্বালাতন বাবারা সহ্য করতে না পারলেও মায়েদের সেই ক্ষমতাটা রয়েছে, এটা বিশেষ একটি ক্ষমতা, কিন্তু আমরা এটাকে মূল্যায়ন করতে জানি না ”

ড. বনানী বিশ্বাস তার বক্তব্যে বলেন, “সমান বাস্তবতার প্রেক্ষিতে যার যেটা প্রয়োজন তাকে সে সুযোগ দিতে হবে, তাহলেই নারীরা পাবে সমঅধিকার।

এছাড়াও বক্তারা নারীদের সমাজে যে বৈষম্যের শিকার হতে হয় সে বিষয়ে আলোকপাত করেন।

এর আগে দেয়ালিকা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং আলোচনা পর্ব শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!