কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র আবুল হাসান আর নেই

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের ছাত্র ও সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী সাতবাড়িয়া গ্রামের আবুল হাসান আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। গত কয়েকদিন যাবত কাশি ও শ্বাস কষ্ট জনিত কারণে সে হাসপাতালে ভর্তি ছিল।

কিছুটা সুস্থ হয়ে গত শনিবার বাড়িতে আসে। রবিবার আবারো তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় দুপুর আড়াইটায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

আবুল হাসান এর আকস্মিক মৃত্যুর খবরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

তরুন ছাত্র নেতা আবুল হাসান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসমত উল্লাহ হাসু চেয়ারম্যান, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম,

যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন বাকি, আব্দুল্লাহ আল মামুন অপু, ইকবাল হাসান তুহিন সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!