কুমিল্লা বিসিকে খন্দকার বেকারীতে র‌্যাবের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি:

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট বিকাল বেলায় কুমিল্লা সদরের বিসিক শিল্পনগরী এলাকায় “খন্দকার বেকারী”নামক একটি কারখানাতে অভিযান পরিচালনা করে। উক্ত কারখানাতে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ ফিরোজ খন্দকার (৪০), পিতা- মৃত টুকু মিয়া খন্দকার, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া, থানা- কোতয়ালি, জেলা- কুমিল্লাকে আটক করা হয়।

উক্ত অভিযানে জেলা প্রশাসন, কুমিল্লা ও বিএসটিআই, কুমিল্লা সর্বাত্মক সহযোগিতা করে। এ সময়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু বক্কর সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং উপরোক্ত অপরাধ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক প্রতিষ্ঠানের মালিক মোঃ ফিরোজ খন্দকার (৪০) কে ২ লক্ষ) টাকা জরিমানা করেন।

“খন্দকার বেকারী” নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করে আসছিল। ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!