স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মডার্ণ হাই স্কুলের শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ১১ কুমিল্লা মডার্ণ হাই স্কুলের ধর্মীয় শিক্ষক মাসুম বিল্লাহ স্কুলে যাওয়ার পথে তার পথ রোধ করে তার উপর হামলা চালায় সন্ত্রীরা।
শিক্ষক মাসুম বিল্লাহ জানান, স্কুলে যাওয়ার পথে রানীর বাজার মন্দিরের সামনে নোমান খান মটর সাইকেল থেকে নেমে তার সঙ্গীরাসহ তার উপর হামলা চালায়, তিনি জানান, নোমানসহ অন্যরা মারধর করতে থাকলে স্থানিয়রা এগিয়ে আসলে চলে যায় সন্ত্রাসীরা।
এ ঘটনায় শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন মডার্ণ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এ ঘটনায় থানায় অভিযোগ দিবেন বলে জানা তিনি। এর আগেও মডার্ণ হাই স্কুলের ধর্মীয় শিক্ষক মাসুম বিল্লাহর পিতা মডার্ণ হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মফিজুর রহমানের উপরও বেশ কয়েকবার হামলা করে সন্ত্রাসীরা। ওই সময় তার বাড়িঘরেও হামলা চালানো হয়।