কুমিল্লা মহানগরীর শ্রীবল্লভপুরে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ডের শ্রীবল্লভপুর পূর্ব পাড়ায় জোরপূর্বকভাবে জায়গা দখল করে ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক মোঃ আমিন বাদী হয়ে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন মহানগরীর ২২নং ওয়ার্ডের শ্রীবল্লভপুর পূর্ব পাড়ার মৃত বজলুল হকের ছেলে বশির উদ্দিন, নাসির উদ্দিন ও শরীফ উদ্দিন জোরপূর্বক ভাবে মোঃ আমিন এর পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিকানাধীন ভূমি দখল করে স্থায়ীভাবে ঘর বাড়ি নির্মাণের পায়তারা চালায়।

মোঃ আমিন বিবাদীদের একাধিক বার বাঁধা প্রদান করার পরও তারা কোন প্রকার কর্ণপাত না করে বহিরাগত ৮/১০ জন সন্ত্রাসী প্রকৃতির লোকসহ দেশীয় অস্ত্র নিয়ে বাদীর শ্রীবল্লভপুর মৌজার (জে.এল.নং-১১০,সি.এস খং নং-২৫৩,এস.এ ১নং খতিয়াভূক্ত সাবেক ৯৬৯/৯৭০/৯৭১ দাগে মোয়াজে ৫২ শতকের আন্দরে পশ্চিম অংশের) ৮ শতক জায়গায় অবৈধভাবে দখলের পায়তারা অব্যাহত রাখে।

এমতাবস্থায় মামলার বাদী ওই এলাকার সর্দারগণ সহকারে বাঁধা প্রদান করলে বিবাদী পক্ষ দখলে করতে পারেনি। যে কোন সময় ওই ভূমির দখল বেদখল নিয়ে বিবাদীগণ সংঘর্ষে জড়াতে পারে বলে আশংকা করছেন বাদী পক্ষ।

এ ব্যাপারে মামলার বাদী মোঃ আমিন জানায়,মামলার পর থেকে প্রতিনিয়ত হুমকি ধমকি দেয়ার পাশাপাশি প্রাননাশের ভয়ভীতি দেখাচ্ছে বিবাদী পক্ষ। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি।

আমি মাননীয় প্রধানমন্ত্রী, কুমিল্লা সদর আসনের মাননীয় সংসদ সদস্য,কুমিল্লা জেলা প্রশাসক,পুলিশ সুপার,সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। শ্রীবল্লভপুর পূর্ব পাড়ার সর্দার আবু তাহের জানান, বশির গংরা সম্পূর্ণ অন্যায়ভাবে আমিন এর পৈত্রিক ভূমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। এটা সামাজিক ও দেশের আইনেও অপরাধ বলে মনে করছি।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এস আই সুজন জানান,মামলার বিবাদীকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি ছাড়া কোন ভাবেই কেউ কাজ করতে পারে না।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!