শিরোনাম :
কুমিল্লা মুক্ত দিবসে সদর দক্ষিণে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আলোচনা সভা অনুষ্ঠিত
- তারিখ : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / 552
নিজস্ব প্রতিবেদক :
৮ ডিসেম্বর কুমিল্লা হানাদার মুক্ত দিবস ২০২০ উপলক্ষ্যে সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী।
এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব,মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা বাবুল সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সালিমা আক্তার ।