কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৮৫.২২, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন

নিজস্ব প্রতিবেদক :
দেশের সবকটি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল আজ একযুগে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৮৫ দশমিক ২২। যা গতবছর ছিলো ৮৭.১৬ শতাংশ।

এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২ শত ৪৫ জন। গত বছরের তুলনায় ১ হাজার ৪ শত ৮১ জন শিক্ষার্থী এবছর জিপিএ-৫ বেশি পেয়েছে। ২০১৯ সালে ৮ হাজার ৭৬৪ জন। এবছর ছেলেদের তুলনায় মেয়েরা জিপিএ-৫ পেয়েছে বেশি। মেয়েদের মধ্যে ৫ হাজার ৩ শত ৩০ জন এবং ছেলেদের মধ্যে ৪ হাজার ৯ শত ১৫ জন জিপিএ-৫ পেয়েছে।

কুমিল্লা বোর্ডের অধীনে ১ লাখ ৫৯ হাজার ৪২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। এদের মধ্যে উত্তীর্ণ হয় ১ লাখ ৩৫ হাজার ৫ শত ৬০ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলায় ১ হাজার ৭৩২টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাশ করেছে ১৬২ টি প্রতিষ্ঠান।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে এবছর কোন শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ফলাফল ঘোষনা করা হচ্ছে না।

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ ৬টি জেলার ২৬৪টি কেন্দ্রে ১ লাখ ৫৯ হাজার ৪২৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ৬৭ হাজার ৯৫৪ জন এবং ছাত্রী ৯১ হাজার ৪৬৯ জন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!