সদর দক্ষিণ প্রতিনিধি।। করোনা ভাইসারের বিস্তার রোধে হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন দিনমজুর ও অসহায় মানুষের পাশে থেকে বিরামহীন ভাবে কাজ করছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। সরকার কর্তৃক হোম কোয়ারেন্টাইন ঘোষনার পর থেকেই দলীয় ও প্রশাসনিক ভাবে উপজেলা বাসির পাশে থেকে সর্বাত্নক সহযোগিতা করে যাচ্ছেন। রবিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফিরিঙ্গীর হাট সহ বিভিন্ন এলাকায় ৩ শত ২০ জন কর্মহীন মানুষের মাঝে স্থানীয় যুবলীগ নেতা মোঃ হুমায়ুন কবির এর উদ্যোগে খাদ্য সামগ্রী (চাল, ডাল, আটা, আলু, তেল, পেয়াজ, সাবান) বিতরণ করা হয়। এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন আতংকে রয়েছে। বাংলাদেশ সরকার সারা দেশের মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন। ফলে দেশের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে।সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে। যুবলীগ নেতা হুমায়ুনের মতো অনেকে ব্যক্তি উদ্যোগেও মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। সমাজের বৃত্তবানদের হুমায়ুন কবিরের মতো মানুষের জন্য এগিয়ে আসার আহবান জানিয়েছেন গোলাম সারওয়ার। এ সময় সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সহ-দফতর সম্পাদক ও পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এ আউয়াল, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, সদস্য গোলাম মর্তুজা সর্দার, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, আবুল হাসেম মোল্লা, আব্দুর রাজ্জাক, কামাল, ইবরাহিম মেম্বার, মোসলেম, জসিম, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, জিহাদ, খায়ের, মাসুদ, দুলাল, জামাল, ফারুক, ছাত্রলীগ নেতা হাসান, আব্দুর রহিম, নোমান, আক্তার সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।