মাজহারুল ইসলাম নোমান:
করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে বিরামহীনভাবে মাঠে দায়িত্ব পালন করছেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ ও সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুন্নেছা।
সড়ক ও মহাসড়কে অভিযানের পাশাপাশি সরকারের কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নের ফলে কর্মহীন হয়ে পরা বিভিন্ন শ্রেণীর অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন খাদ্য সামগ্রী নিয়ে।
এ যেন দুঃসময়ে মানবিকতার এক বাস্তব দৃষ্টান্ত।খাদ্য সামগ্রী হাতে পেয়ে আনন্দিত কর্মহীন মানুষ।
এদিকে শনিবার সকাল থেকেই ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড, সুয়াগাজী বাজার,জাঙ্গালিয়া বাস টার্মিনাল সহ সদর দক্ষিণের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের ফলে মহাসড়কের তেমন গণপরিবহন চোখে পরেনি। জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক দুটিই ছিল প্রায় গণপরিবহন ও জনমানবশূণ্য। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে তেমন ঘর হতে দেখা যায়নি। সর্বোপরি সরকারি নির্দেশনা পালনে আন্তরিকতার সাথে কাজ করছেন সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।