কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান
- তারিখ : ০৬:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 300
মাজহারুল ইসলাম বাপ্পি :
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান শনিবার (২৬ জুলাই) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম।
সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, ইউজিপি কর্মকর্তা রিজওয়ান, তথ্য আপা ফারহানা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তামুলক কর্মসূচির আওতায় ২৬ জনকে ১২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে। তিনজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
এ সময় জুলাই কন্যা, জুলাই যোদ্ধা, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের উপকার ভোগি এবং শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।