কুমিল্লা সদর দক্ষিণে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত
- তারিখ : ০৪:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / 636
নিজস্ব প্রতিবেদক :
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা সদর দক্ষিণে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু।
পরে স্থানীয় সমবায়-বৃন্দদের নিয়ে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাই চেয়ারম্যান আবদুল হাই বাবলু।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, উপজেলা সমবায় অফিসার আবদুল মালেক প্রমুখ।