কুমিল্লা সদর দক্ষিণে ৫ হাজার অসহায় পরিবারের মাঝে আওয়ামীলীগের খাদ্য সামগ্রী বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক :
করোনা পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন সহ লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। এদের মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সমাজের দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। দেশের এ ক্রান্তিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা আওয়ামী লীগ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি’র দিক নির্দেশনায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাত ইউনিয়নের ৫ হাজার অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী (চাল ৫ কেজি,গম ১০ কেজি,আলু ২ কেজি,চিনি ১ কেজি,সেমাই ১ প্যাকেট,পেয়াজ ১ কেজি,তেল আধা কেজি,সাবান ১ টা) বিতরণ কাজ শুরু করেছে সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ।

৬ রমজান বৃহস্পতিবার গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করা হয়। আগামী ২ দিনের মধ্যে ধারাবাহিকভাবে বাকি সকল ইউনিয়নের দায়িত্বশীলদের মাধ্যমে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ ।

উল্লেখ্য: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ করোনা পরিস্থিতির শুরুতেও উপজেলার ৭ ইউনিয়নে এগারো শত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!