নিজস্ব প্রতিবেদক।।
চলতি বছর রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কৃষকদের মাঝে প্রণোদনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে উপজেলার সাতটি ইউনিয়নের ৯’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পেয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনার আওতায় একজন কৃষক চাষের জন্য রোপা আমন ধানের উচ্চফলনশীল (উফশী) জাতের প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পেয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম এর সভাপতিত্বে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই বাবলু।
স্বাগত বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জোনায়েদ কবির খান।
এ সময় বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।