কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা ওসি নজরুল এর নেতৃত্বে ১’শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশের মানুষ যখন হোম কোয়ারেন্টাইনে, এমতাবস্থায় দেশের পুলিশ প্রশাসন মানুষের পাশে থেকে সুস্থ্যদের সচেতনতা বৃদ্ধি ও আক্রান্তদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রশাসনিক সকল সেবা দিয়ে যাচ্ছেন। দেশের এ ভয়াভহ পরিস্থিতিতে প্রশাসনিক সেবার পাশাপাশি সমাজের দুস্থ,অসহায়,দিনমজুর ও নিন্ম আয়ের মানুষের পাশে থেকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা,গলিয়ারা দক্ষিণ,জোড়কানন পূর্ব ও পশ্চিম এবং বারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১শত অসহায় দিনমজুর ও নিন্ম আয়ের মানুষের মাঝে সদর দক্ষিণ মডেল থানার সকল অফিসারদের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে সরকার ঘোষিত লকডাউনে সারা দেশে যখন দিনমজুর ও নিন্ম আয়ের মানুষ খাদ্য সংকটে, ঠিক তেমনি সময়ে খাদ্য সামগ্রী (চাল,ডাল,আলু ও তেল ) বিতরণ করা হয়। পুলিশি সেবার পাশাপাশি দেশের এ সংকটতম মুহুর্তে গ্রামের খেটে খাওয়া দিনমজুর মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এ সময় সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর,উপ-পরিদর্শক খাদেমুল বাহার সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!