কুমিল্লা সিটি কর্পোরেশনের নিম্ন আয়ের লোকজনের মাঝে খাদ্যদ্রব্য বিতরনের কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ঃ

করোনার উদ্ভূত পরিস্থিতিতে দরিদ্রদের খাদ্য সহায়তার জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় কুমিল্লা সিটি কর্পোরেশন এর ২৭টি ওয়ার্ডের নিম্নআয়ের ৭ হাজার ১ শত ৫৫ টি পরিবারের মধ্যে বিনামূল্যে ১ শত ২ মেট্রিক টন খাদ্যদ্রব্য বিতরণের কার্যক্রম শুরু করেছে।

সোমবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রাঙ্গনে ওয়ার্ড কাউন্সিলরদের কাছে এসব খাদ্য দ্রব্য হস্তান্তর করেন, কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি মেয়র মোঃ মনিরুল হক সাক্কু।

কাউন্সিলরগণ নিজ ওয়ার্ডের ২৬৫ জন দরিদ্র পরিবারের ঘরে এসব খাদ্য দ্রব্য পৌছে দিবেন। এর আওতায় প্রত্যেক পরিবার ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, দেড় কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল ও আধা কেজি পেঁয়াজ পাবে।

এ সময় কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে করোনাভাইরাস প্রাদুর্ভাব জনিত কারনে কুমিল্লায় নিত্য প্রয়োজনীয় পন্যের ভ্রাম্যমান দোকান উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা নগরীর প্রতিটি এলাকার ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী পৌঁছে দেবে এ ভ্রাম্যমান দোকান।
সোমবার দুপুরে নগরীর চর্থায় ভ্রাম্যমান এ দোকানের উদ্বোধন করে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। “আপনি ঘরে থাকুন-দোকান যাবে আপনার ঘরে” স্লোগানে করোনাভাইরাস প্রাদুর্ভাব থেকে মানুষকে মুক্ত রাখা ও প্রতিরোধে কুমিল্লা জেলা প্রশাসনের পরিকল্পনায় ও কুমিল্লা জেলা দোকান মালিক ফেডারেশনের পরিচালনায় এ উদ্দ্যেগ নেয়া হয়েছে। ডাল, লবন, রসুন, পেঁয়াজ, টমেটো ও আলুসহ চারটি ট্রাকে করে নগরীর প্রতিটি পাড়া মহল্লায় নির্ধারিত মূল্যে মানুষের কাছে পৌঁছে দেয়া হবে।
নিত্য প্রয়োজনীয় পন্যের ভ্রাম্যমান দোকান উদ্বোধন করে এমপি বাহার বলেন, কুমিল্লা মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই ভ্রাম্যমান দোকানের মাধ্যমে নগরবাসীর কাছে নিত্য প্রয়োজনীয় পন্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এমপি বাহার বলেন, আপনারা সকলে ঘরে থাকুন সকলকে নিরাপদ রাখুন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা দোকান মালিক ফেডারেশনের আতিক উল্লাহ খোকন, মহানগর আওয়ামী লীগ নেতা কাইয়ূম খান বাবুল।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!