মাজহারুল ইসলাম বাপ্পি :
কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সাথে বুধবার সকালে সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে সদর দক্ষিণ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলায় কর্মরত সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি ও কৃষক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেকে শ্রদ্ধার সাথে স্বরণ করে বলেন, বিগত দিনের তুলনায় সরকার সকল কর্মকর্তা ও কর্মচারীদের অনেকগুণ বেতন বাড়িয়ে দিয়েছেন। উপজেলায় সেবা নিতে আসা মানুষকে কোন ভাবেই হয়রানি করা যাবে না।
যথাসময়ে জনগণের দোরগোড়ায় জনগনের সেবা পৌঁছে দিতে হবে। আমি নিজে দূর্নীতি করি না, কাউকে দূর্নীতি করতেও দিব না। সকলে নিয়ম কানুন মেনে কাজ করবেন। আইনানুগ সকল কথা শুনতে রাজি। কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। নিজের অপকর্মের কারণে কেউ বিপদে পড়বেন না। সকলে বেতনকে হালাল করে খাবেন। সকলে নিয়মের ভিতর চলবেন। এমন কাজ করবেন যাতে মৃত্যুর পরও ভালো কাজের জন্য মানুষ আপনাদের স্বরণ রাখে।
তিনি আরো বলেন, কুমিল্লার মানুষ তথ্য প্রযুক্তি নির্ভর। সদর দক্ষিণ উপজেলার একটি স্কুলে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে বাংলার পাশাপাশি ইংলিশ ভার্সন পড়ানো হবে। মাদক নির্মূলেও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মতনিনিময় সভায় বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম।
বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন তাজুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, সদর দক্ষিণ উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, প্রাথমিক শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, ইসমত আরা বেগম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন দক্ষিণ রামপুর কৃষক সমবায় সমিতির সভাপতি মোতাহের হোসেন, ধর্মীয় প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওমর ফারুক, সুশীল মজুমদার, নৃগোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন সম্রাট ত্রিপুরা।
এ সময় সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মদ, পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু, পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম হারিস মিয়া, গলিয়ারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মহিউদ্দিন মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইসমাইল, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, সহ-প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন, আওয়ামী লীগ নেতা এম.এ করিম, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন সহ উপজেলা সকল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।