দেলোয়ার হোসেন জাকির
সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন এর ছোট ভাই সোহেল আহসান ফারুক ইন্তেকাল করেছেন।
ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় ৫০ বছর বয়সে বুধবার সকাল ১১টায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। বুধবার বাদ মাগরিব ঝাউতলায় বাবুসসালাম জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
পরিবার সহ ঝাউতলার বাসায় থাকতেন তিনি, পিতা আলী হোসেন ভূইয়ার কনিষ্ট পুত্র ছিলেন সোহেল, সোহেল আহসান ফারুক এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে মরহুমের, স্বজন, প্রতিবেশি ও এলাকাবাসীর মধ্যে।
মরহুমের বড় ভাই কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন জানান, কপালে ছোট একটি টিউমার হলে ডাক্তারের পরামর্শে গ্রীন লাইফ হাসপাতালে অপারেশন হয়। বুধবার সকালে হঠাৎই সোহেলের অবস্থার অবনতি হয়। বেলা ১১ টায় মারা যান সোহেল। তিনি জানান, ঝাউতলায় বাবুসসালাম জামে মসজিদে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি দাউদকান্দির ইলিয়ট গঞ্জের হাটখোলা নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।