নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের সফলতার দুই বছর পূর্তি হয়েছে। গত দুই বছর যাবত গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়েদুর রহমান পরিষদের সকল মেম্বারদের নিয়ে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন। পরবর্তী বছরগুলো সরকার কর্তৃক ইউনিয়ন বাসির সকল সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর পরিষদের জনপ্রতিনিধিগণ।
সফলতার দুই বছর পূর্তি উপলক্ষ্যে গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান ওবায়েদ বলেন, ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব নেয়ার পর গত দুই বছর সততা ও আদর্শের উপর থেকে জনগণের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। বিশেষ করে করোনাকালীন পরিস্থিতিতে এ ইউনিয়নের প্রায় সকল অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পোঁছে দিয়েছি। আগামী দিনেও সরকারি সকল সুবিধা যথাসময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর। পরিষদের সকল মেম্বার ও মহিলা মেম্বাররাও আন্তরিকতার সাথে কাজ করছে।ইউনিয়নবাসিও পরিষদ ও ওয়ার্ড মেম্বারদের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। এ ছাড়াও ইউনিয়নের সকল মানুষকে দুই বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন
পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন, সদস্য মোঃ মজিবুর রহমান, সদস্য মোঃ আনাস মেম্বার,মাহাবুব মেম্বার,নাঈম মেম্বার,আব্দুল হালিম মেম্বার,মিজানুর রহমান মেম্বার,শাহাজান মেম্বার,মহিলা.. ফাতেমা আলম,হোসনেয়ারা বেগম,লাখি আক্তারসহ সকল সদস্যবৃন্দ।