কুমিল্লা চান্দিনার শ্রীরামপুর গ্রামে ৩টি বসত ঘর পুড়ে ছাই 

তুহিন ভূইয়া।।
কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে তিন গৃহস্থের ৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে যানাযায়।
রবিবার (১২ এপ্রিল ) দিবাগত রাত ১টায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারের গৃহস্থ ইউছুফ মজুমদার, ইউনুছ মজুমদার এবং ইমরান মজুমদার জানান- আমরা ধারনা করছি বৈদ্যুতিক শকসার্কিট খেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে। কারন তখন গভীর রাত। আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে হঠাৎ দেখতে পাই পুরো ঘরে আগুন। তখন বহু কষ্টে আমরা ঘর থেকে বাহির হয়ে প্রাণে রক্ষা পাই। আমাদের পড়নের কাপর ছাড়া আর কিছুই আমাদের অবশিষ্ট নাই। স্থানীয় ভাবে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা ধান,চাউল, হাস, মুরগী এবং নগদ টাকা সহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ইউছুফ মজুমদার।
ঘটনার খবর পেয়ে মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারকে তাৎক্ষিক তিন হাজার টাকা অনুদান প্রদান করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!