চেয়ারম্যান সেলিমের অনুপ্রেরণায় মাহে রমজানেও কৃষকের পাশে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক ।।

পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়েই বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ এর দেয়া ১’শ কাঁচি ও ১’শ গেঞ্জি উপহার পেয়ে মাথায় গামছা বেঁধে গ্রীস্মের প্রচন্ড তাপদাহের মধ্যেও কৃষকের মাঠের পাকা ধান কেটে দিচ্ছে সদর দক্ষিণ ছাত্রলীগ।

গত কয়েকদিন ধারাবাহিকভাবে বারপাড়া ইউনিয়নের শিবপুর,বড়ধর্মপুর সহ আশপাশের কৃষকের শ্রমিক সংকটের মুহূর্তে সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ ও লালমাই কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা স্বার্থহীনভাবে এ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বিপদের মুহূর্ত কৃষকের ধান কেটে দেয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন কৃষকসহ সব শ্রেণীর মানুষ।

এ ব্যাপারে বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ জানান, করোনা পরিস্থিতিতে উত্তরবঙ্গের লোকজন কম আসায় এ বছর ধান কাটার মৌসুমে বিপাকে পরেছে কৃষক। সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার এর নির্দেশনায় ছাত্রলীগ নেতাকর্মীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ১’শ কাঁচি ও ১’শ গেঞ্জি উপহার দেই। রোজার মধ্যেও ছাত্রলীগ কৃষকের ধান কেটে দিতে পিছপা হয়নি। আমরা ফসলের মাঠে গিয়েও তাদের অনুপ্রেরণা দিচ্ছি।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা ও লালমাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা ইকবাল হাসান তুহিন বলেন,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম ও বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ অনুপ্রেরণায় ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছি।

কৃষি নির্ভর এ দেশে কৃষকের বিপদের সময় পাশে দাঁড়াতে পেরে সত্যিই গর্ববোধ করছি। আগামী দিনেও কৃষকের পাশে থেকে সাধ্যানুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!