সোহাগ মিয়াজী :
কুমিল্লার চৌদ্দগ্রামে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার ইটভাটা গুলোতে অবৈধ ভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করা ৬ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি বলেন অত্র উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ও ৮ ধারা লংঘন করে ইটভাটা স্থাপন ও
ইট প্রস্তুত করায় ৩টি ইটভাটাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬,৩০,০০০ জরিমানা করা হয় । ইটভাটাগুলো হলো) মজুমদার বিক্স, ছাতিয়ানীকে ৩০,০০০, যমুনা ব্রিক্স, হাড়িসর্দারকে ৩,০০,০০০, দেশ ব্রিক্স,চান্দশ্রিকে -৩,০০,০০০ জরিমানা করা হয়েছে।চৌদ্দগ্রাম উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন এ উপজেলায় আমি আইনের শাসন যথাযথ ভাবে প্রতিষ্ঠা করতে চাই। অবৈধ উপায়ে কোন প্রতিষ্ঠান চৌদ্দগ্রামে থাকতে পারবেনা।অতীতের ন্যায় আমরা তথ্য প্রমানের ভিত্তিতে মোবাইল কোর্টের আওয়াতায় এনে ব্যবস্থা গ্রহন করবো ইনশাআল্লাহ।