চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের মায়া বেগমের বসতবাড়ির সিমানা প্রাচির ভাংচুর, হুমকি ধমকি দিয়েছে একই গ্রামের সাদেক হোসেন।
সাদেক হোসেন বসকরা গ্রামের মৃত চানঁ মিয়ার ছেলে। অভিযোগ পত্র থেকে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ মায়া বেগমের সাথে বসত বাড়ির সীমানা প্রাচীর নির্মান নিয়ে সাদেক হোসেনের সাথে বিরোধ চলে আসছিল ।
পরবর্তীতে মায়া বেগম ন্থানীয় জন প্রতিনিধিদের নিয়ে বিরোধের মিমাংসা করার চেষ্টা করে। তবে সাদেক হোসেন তাতে ক্ষান্ত হননি বরং মায়া বেগমের সিমানা প্রাচিরের নিচের মাটি সরিয়ে ফেলেন।
এতে গতকাল সকালে মায়া বেগম ও তার স্বামী আবু তাহের ঘুম থেকে উঠে দেখে সীমানা প্রাচিরটি ধ্বসে পরেছে। পরবর্তীতে তারা এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের বিষয়টি জানায়।
থানায় গিয়ে সাদেক হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় এঘটনায় মায়া বেগমের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাদি বিষয়টি তদন্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
পুলিশ জানায়, বিষয়টি আমরা অবগত আছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।