চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ঝড়ে গেল দুইটি প্রাণ

সোহাগ মিয়াজী।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গুণবতী রেল স্টেশনে সোনার বাংলা ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতারা হচ্ছে উপজেলার গুণবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মানিক মজুমদারের স্ত্রী সুমি বেগম (২৩) ও ছেলে মাখলাশ (২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেট অভিমূখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন এবং ঢাকা থেকে চট্টগ্রাম অভিমূখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দুটি একেই সাথে অতিক্রমের সময় মা সুমি বেগম তার কোলে থাকা ২ বছরের ছেলে মাখলাশ কে নিয়ে রেল লাইন পার হওয়ার সময় সোনার বাংলা ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, গুণবতী রেল স্টেশনে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সাথে সাথে মা ও ছেলে মারা যায়। তাদের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!