চৌদ্দগ্রামে নারী ও শিশুসহ ১৫ জনের করোনা শনাক্ত,সর্বমোট আক্রান্ত ২৮

চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে নারী ও শিশুসহ ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চৌদ্দগ্রামে ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে তিন পরিবারের রয়েছে দশজন।
নতুন আক্রান্তরা হচ্ছেন- উপজেলার আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের ৪ জন, বাতিসা ইউনিয়নের কালিকসার গ্রামের ৬ জন, গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের ৫ জন।

গত ২৬ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা শেষে ২৯ মে শনিবার রির্পোট পজেটিভ আসে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান জানান। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ্ করে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানান তিনি।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৩৬৬ জনের রির্পোট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ জন। তারমধ্যে ২ জন সুস্থ হয়েছেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!