চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে;চালকের মৃত্যু

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে চালক জাহাঙ্গীর হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের উপজেলার ধনুসড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন জেলার নাঙ্গলকোটের ছুপুয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ কুমিল্লা এসডি নিউজ কে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘ঢাকামুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-৩৫১৫) সকাল সাড়ে ৭টার দিকে ধনুসড়া এলাকায় চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে গিয়ে পাশে ২০ ফুট নিছে খাদে পড়ে যায়। এতে চালক জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
error: ধন্যবাদ!