চৌদ্দগ্রামে বিট পুলিশিং শাখার উদ্বোধন
- তারিখ : ০৩:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / 636
সোহাগ মিয়াজী :
“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার ” আপনার পুলিশ’ আপনার পাশে এ প্রতিপাদ্যকে সামনে রেখে চৌদ্দগ্রাম উপজেলার ৬নং ঘোলপাশা ইউনিয়নে বাংলাদেশ বিট পুলিশিং শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঘোলপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম সার্কেল সিনিয়র এ এসপি মোঃ সাইফুল ইসলাম।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোলপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাজী জাফর আহমেদ।
এছাড়া ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানা ওসি অপারেশন তৃণাথ শাহা,এসআই আরিফ হোসেন, এস.আই আবুল খায়ের এ.এস.আই ফরিদ উদ্দিন সহ অত্র ইউনিয়নের আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ঘোলপাশা ইউনিয়নে বিট পুলিশের একটি শাখার উদ্বোধন করেন।