চৌদ্দগ্রামে বিভিন্ন আয়োজনে কনকাপৈত ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

সোহাগ মিয়াজী।।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে এর মধ্যে দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আল ফরিদ এর সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমেদ ভূইয়ার সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল,৮নং মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,কামরুল আলম মোল্লা, কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, ওলামা লীগের সাধারন সম্পাদক হাফেজ বিল্লাল হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম মজুমদার, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন রুবেল, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, কনকাপৈত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার ওয়ালী উল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক মুকুল, কনকাপৈত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম মজুমদার, যুবলীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ভুট্টু, সহ সভাপতি সোহেল ভাই, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ইউসুফ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম পাটোয়ারী,সাবেক সভাপতি রিয়াজ, সাধারন সম্পাদক মিন্টু, বর্তমান সাধারন সম্পাদক শাকিল সহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমন্ত্রিত অতিথিদের বক্তব্য প্রদান শেষে নতুন ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচিত সদস্যদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!