চৌদ্দগ্রামে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় কিশোরের আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে ১৬ বছরের এক কিশোর। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, ওই কিশোর দীর্ঘদিন ধরে মোবাইল গেমসে আসক্ত ছিল। কয়েকদিন আগে তার মা ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে নেন। এতে সে অভিমান করে সোমবার (২৩ আগস্ট) রাতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে পুলিশ রাতেই কিশোরের মরদেহ উদ্ধার করে। আজ সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!