চৌদ্দগ্রামে লকডাউন না মানায় দুইদিনে ২১ মামলা

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকার নির্দেশনা ‘লকডাউন’ অমান্য করায় হোটেল,পথচারী,অটোচালক ও বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল আমিন সরকার।

গত শনিবার ও রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান , ৩টি হোটেল, ৩ জন সিএনজি চালিক,৯জন পথচারী ও ২জন অটোচালক সহ মোট ২১ টি মামলা ২৩হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল আমিন সরকার বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসানের দিক-নির্দেশনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২১ টি মামলায় ২৩হাজার ৫শত টাকা অর্থদন্ড জরিমানা করি।

আবার অনেককে সর্তক করে ছেড়ে দিয়েছি। মানুষকে সচেতন করার জন্যই আমরা মূলত কাজ করছি, মানুষ যাতে ঘরে থাকে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয়। আর সরকারি নির্দেশ অমান্য করে যারা দোকান খোলা রেখেছে তাদের নাম মাত্র জরিমানা করে সর্তক করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!