চৌদ্দগ্রামে ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সোহাগ মিয়াজী :

কুমিল্লার চৌদ্দগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের আজকের দিনে ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় এ ভাষণ দিয়েছিলেন। অগ্নিঝরা মার্চের ৭ তারিখ পূর্ব বাংলার মানুষের স্বাধীনতা অর্জনের লক্ষে দেয়া বঙ্গবন্ধুর এ ভাষণকেই ৭ই মার্চের ভাষণ বলা হয়।

বাঙালীদের স্বাধীনতার অধিকার আদায়ের উদ্দেশ্যে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের এ ভাষণকে ২০১৭ সালের অক্টোবরে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো (UNESCO) “ওয়ার্ল্ড ডকুমেন্টারী হেরিটেজ” বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক কামরুল হাসান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী,জিএম মীর হোসেন ভীরু,সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহীন মজুমদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!