চৌয়ারা বাজারে সন্ত্রাসীদের স্থান নেই

মাজহারুল ইসলাম বাপ্পি :

বহিরাগত সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন করেছে চৌয়ারা বাজার ব্যবসায়ী সমিতি।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় মহানগরীর ২৭নং ওয়ার্ডের চৌয়ারা বাজারে স্থানীয় ব্যবসায়ীরা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে গোলাম জিলানী চৌধুরী ওরফে জিল্লু সহ বহিরাগতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন চৌয়ারা বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এ.কে.এম আব্দুল আলী সহ স্থানীয় ব্যবসায়ীরা।

এ সময় সময় চৌয়ারা বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি আবু হোসেন দুলু, মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুর রহমান, মোঃ ইবরাহিম, মনিক মিয়া, জামাল হোসেন, সেলিম, মোরশেদ, মোশাররফ, আনোয়ার সহ চৌয়ারা বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ গত ৬ অক্টোবর রাত পোনে নয়টায় চাঁদার দাবিতে গোলাম জিলানীর নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ১০/১২ টি মোটর বাইক নিয়ে ওপেন অস্ত্র হাতে মহড়া দিয়ে গুলি চালিয়ে ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়ায়। মানববন্ধনে এ বিষয়ে ব্যবসায়ীরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!