জনবান্ধব বাজেট ঘোষণা করায় অর্থমন্ত্রীকে স্বাগত জানিয়ে চৌয়ারা ইউনিয়নের শ্রীমন্তপুর চৌমুহনীতে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

করোনা পরিস্থিতির মাঝে জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থ বছরে জনবান্ধব বাজেট ঘোষনা করায় কুমিল্লার কৃতি সন্তান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপিকে স্বাগত জানিয়ে এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করে শুক্রবার বিকেলে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের শ্রীমন্তপুর চৌমুহনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা লিটনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা প্রফেসর রফিকুল ইসলাম, শেখ আব্দুল মান্নান, আব্দুল মালেক, আবুল কাশেম, জহির, যুবলীগ নেতা মীর হোসেন, কাজী বোরহান উদ্দিন। বক্তারা বলেন, কুমিল্লার অহংকার প্রিয় নেতা বলেছেন একটি সরকারের বাজেট হবে সেই দেশের মানুষের জন্য।

করোনা পরিস্থিতিতেও বর্তমান জনবান্ধব সরকার দেশের মানুষের কথা মাথায় রেখে এ বছরের বাজেট ঘোষণা করেন। উপস্থিত বক্তারা বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি’র সু- স্বাস্থ্য কামনা করেন।

এ সময় রোবেল, মাসুদ, তোফায়েল, মীর হোসেন, শরীফ সহ চৌয়ারা ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ সহ দলের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!