প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর চলমান কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ২৩/০৭/২০২০ খ্রি: তারিখে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহিমা বিনতে আখতার এর উপস্থিতিতে এবং শরীফ উদ্দিন জেলা মৎস্য কর্মকর্তা কুমিল্লার সমন্বয়ে পৃথকভাবে সকাল ১১ ঘটিকায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় অবস্থিত টমছমব্রীজ সংলগ্ন মাছ বাজারে মাছে ফরমালিনের উপস্থিতি সংক্রান্ত ১টি ভ্রাম্যমান আদালত এবং দুপুর ১২.৪৫ মিনিটে পদুয়ার বাজার সংলগ্ন মাছ বাজারে ফরমালিনের উপস্থিতি ও মৎস্য সংরক্ষণ আইন সংক্রান্ত অপর ১টি মোবাইল কোটের অভিযান পরিচালিত হয়।
;
উক্ত ২টি অভিযানেই মাছে কোন ফরমালিন, নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ, চিংড়িতে জেলী, নিষিদ্ধ আফ্রিকান মাগুর ও মৎস্য সংরক্ষণ আইনে নিষিদ্ধ আকারের কোন মাছ পাওয়া যায় নি।
উভয়ে অভিযানে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় উপ-পরিচালক, এস.এম মহিব উল্লাহ, আদর্শ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন সহ জেলা ও সংশ্লিষ্ট উপজেলা দপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।