ঠিকাদারের উপর হামলার অভিযোগে সদর দক্ষিণে ৩৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সদর দক্ষিণে ঠিকাদার আবুল কালাম ও তার সহযোগিদের উপর হামলার অভিযোগ এনে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় বশির,পাভেল ও আব্দুল হান্নান নামের তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার আসামীরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুরের মৃত আব্দুল হকের ছেলে সিরাজুল ইসলাম লিটন, জঙ্গলপুরের মৃত ইউনুচ মিয়ার ছেলে শরীফুল ইসলাম (জনি), শ্রীমন্তপুরের মৃত আলী আজ্জমের ছেলে আমিনুল ইসলাম, ভৈষখোলার মৃত ফরিদ উদ্দিন বাচ্ছুর ছেলে আবুল খায়ের,

টঙ্গিরপাড়রের মোঃ আবুল হাসেমের ছেলে মোঃ সায়েম, কিং বামিশার মৃত ফরিদ উদ্দিনের ছেলে মোঃ সোলাইমান হোসেন, শ্রীমন্তপুরের মৃত মমতাজ উদ্দিনের ছেলে তোফায়েল হোসেন, শ্রীমন্তপুরের মৃত আব্দুল রহমানের ছেলে হারুন মিয়া,

ফাজিলপুরের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ বশির, শ্রীমন্তপুরের আমান উল্লারার ছেলে মোঃ পাভেল, উত্তর গোপালনগরের সফিকুল রহমানের ছেলে রুবেল হোসেন,ভৈষখোলার হারিছ মিয়ার ছেলে মোঃ শাহ আলম, রামচন্দ্রপুরের আলেক হোসেনের ছেলে মোঃ আব্দুল হান্নান,

ফাজিলপুরের মৃত আব্দুল হাসেমের ছেলো মোঃ লিটন, শ্রীমন্তপুরের আব্দুল বারেকের ছেলে মোঃ কবির হোসেন, শ্রীমন্তপুরের হাকিম আলীর ছেলে আবুল কাশেম, শ্রীমন্তপুরের মৃত আব্দুল হকের ছেলে মোঃ আব্দুল কুদ্দুস ও শ্রীমন্তপুরের আব্দুল বারেকের ছেলে মোঃ নজির আহাম্মদ।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!