ইনজুরিতে তামিম। তাই বিপিএলের চট্টগ্রাম পর্বে প্রায় সবকটি ম্যাচেই ছিটকে গেছেন এই টাইগার ওপেনার। আর সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে তামিমকে হটিয়ে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন মুশফিকুর রহিম।
শনিবার সিলেট থান্ডারের মুখোমুখি হয় মুশফিকের খুলনা টাইগার্স। এ ম্যাচে ৮ বলে ১২ রান করেই রেকর্ডের পাতায় নিজের নাম লেখান মুশফিক। যেখানে ২০১২ মৌসুম থেকে প্রতিটি আসরে খেলা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ৭৫ ম্যাচে ১ হাজার ৯৩৬ রান করেছেন। তার থেকে এক রান কম নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন তামিম।
৬১ ম্যাচ খেলা তামিম থেকে অবশ্য মুশফিক ১৪টি ম্যাচ বেশি খেলেছেন। আর দু’জনের ইনিংসে তফাত ১১টি। মুশফিকের গড় ৩৪.৫৭, তামিমের ৩৫.৮৩।