তিশা প্লাস ও তিশা প্লাটিনামের উদ্যোগে ৪’শ শ্রমিকের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ :

তিশা প্লাস ও তিশা প্লাটিনাম প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে মঙ্গলবার (২৮ রমজান) কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড কার্যালয়ে ঢাকা-কুমিল্লা ও কুমিল্লা-চট্রগ্রাম রুটের ৪’শ জন বাস শ্রমিকের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিশা প্লাস ও তিশা প্লাটিনাম প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু, তিশা প্লাস ও তিশা প্লাটিনাম প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিমল চন্দ্র দে,জাফর হোসেন শিপন,পরিচালক হানিফ মিয়া দুলাল, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইউনুস মিয়া সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তিশা প্লাস ও তিশা প্লাটিনাম প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু বলেন,সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতিতে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও মানবিক কারণে তিশা প্লাস ও তিশা প্লাটিনাম এর ৪’শ শ্রমিকের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পৌঁছে দিয়েছি। গত বছর করোনা পরিস্থিতিতেও শ্রমিকদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, ভবিষ্যৎতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

তিশা প্লাস ও তিশা প্লাটিনাম প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিমল চন্দ্র দে বলেন,করোনা পরিস্থিতির কারণে ট্রান্সপোর্ট বন্ধ থাকলেও মানবিক কারণে তিশা প্লাস কর্তৃপক্ষ শ্রমিকদের পাশ দাঁড়িয়েছে। সামনে পথচলায় সকলের আশির্বাদ কামনা করেন তিনি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!