দাখিল পরীক্ষায় কুমিল্লা আলিয়া মাদরাসার সাফল্যের ধারা অব্যাহত

প্রেস বিজ্ঞপ্তি ।। কুমিল্লা ইসলামিয়া কামিল মাদরাসা বরাবরের ন্যায় এবছরও দাখিল পরীক্ষা ২০২০ইং এর ফলাফলে কৃতিত্বের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। এ ফলাফল গভর্ণিং বডির সভাপতি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও সহ-সভাপতি জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মোঃ ওমর ফারুক এর সঠিক দিক নির্দেশনায় অর্জন সম্ভব হয়েছে।
এ সাফল্যের জন্য মাদরাসার অধ্যক্ষ মোহাম্মাদ আবদুল মতিন আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপনপূর্বক গভর্ণিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকসহ সকল হিতাকাঙ্ক্ষীগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানান।
ফলাফল বিবরণীঃ
সাধারণ বিভাগঃ- জিপিএ ৫ – ৩৪ জন, জিপিএ ৪ – ৩৩ জন, এ মাইনাস – ১ জন ৷ পাশের হার ১০০ % ৷
বিজ্ঞান বিভাগঃ- জিপিএ ৫- ১১ জন, জিপিএ ৪ – ৩২ জন, এ মাইনাস – ৮ জন, বি – ১ জন। পাশের হার ৯৬.২৩ % ৷
সর্বমোট পরীক্ষার্থীঃ- ১২১ জন, মোট উত্তীর্ণ ১২০ জন৷ এ প্লাস – ৪৫ জন, এ – ৬৫ জন, এ মাইনাস – ৯ জন, বি – ১ জন৷ মোট পাসের হার – ৯৯.১৭ % ৷

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!