দীর্ঘ প্রতীক্ষার পর প্রবাসী অধ্যুষিত কুমিল্লায় চালু হল ই-পাসপোর্ট

ফারুক আজমঃ
দীর্ঘ প্রতীক্ষার পর প্রবাসী অধ্যুষিত কুমিল্লায় চালু হল ই-পাসপোর্ট। সোমবার সকালে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ই-পাসপোর্ট প্রকল্প কর্মকর্তা ল্যাঃ কর্নেল নুরুল আলম। করোনা পরিস্থিতির কারনে সীমিত পরিসরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাঃকর্নেল নুরুল আলীম বলেন, সারাদেশে পর্যায়ক্রমে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু করার ধারাবাহিকতায় আজ কুমিল্লা জেলায় এর শুভ উদ্বোধন করা হল,তবে উদ্বোধন হলেও করোনার কারনে সরকারি সিদ্বান্ত মোতাবেক এখন কোন আবেদন জমা নেয়া হবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবেদন জমা নেয়া হবে।জনগনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্বান্ত নেয়া হয়েছে।

এ সময় কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শামীম আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী গন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রথম আবেদন জমা দেন কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শামীম আহমেদ এর সহধর্মিণী আনিকা মাসতুরা তনী।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!