০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাদির ওপর হামলার ঘটনায় নির্বাচনে প্রভাব নিয়ে যা বললেন ইসি মাছউদ কুমিল্লা সদর দক্ষিণ ইউএনও’র প্রশংসনীয় উদ্যোগ অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই কুমিল্লা সদর দক্ষিণে সিএনজি উল্টে শিক্ষক নিহত কুমিল্লা সদর দক্ষিণে আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী যৌথ অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লায় চমক দেখালেন মনিরুল হক চৌধুরী কুমিল্লা নামে বিভাগ চেয়ে এবার কাতার প্রবাসীদের স্মারকলিপি প্রদান ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ অভিনেতার পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’, বাতিল হলো ১২৮ জনের গেজেট নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার

দেবীদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীর জয়

  • তারিখ : ১১:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 772

কুমিল্লা দেবীদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মো. আবুল কালাম আজাদ বিপুল ভোটে জয়ী হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনী পরিবেশ অবাধ ও সুষ্ঠ করতে এবং ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা বলয় তৈরিতে, র‌্যাব, পুলিশ, বিজিবি, ষ্ট্রাইকিং ফোর্স এবং আনসারসহ প্রায় সহস্রাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। বেলা ১২টার পর কেন্দ্রগুলো প্রায় ভোটার শূন্য হয়ে পড়ে।

রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেসরকারি ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ মোট ভোট পেয়েছেন ৯৫ হাজার ৫৬৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী এ,এফ,এম তারেক মুন্সী পেয়েছেন ৫৯ হাজার ১৪২ ভোট, নৌকা প্রার্থী এগিয়ে আছে ৩৬ হাজার ৪২২ ভোটে।

এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ৭৮১ ভোট এবং স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী আব্দুল হক খোকন পেয়েছেন ৫৫৩ ভোট। বাতিল ভোট ২ হাজার ১২৯ ভোট এবং মোট ভোট পড়ে ১ লাখ ৫৬ হাজার ৪০ ভোট। ৪৬.৮৬ শতাংশ ভোট পড়েছে।

গত বছরের ৩ ডিসেম্বর দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়।

নির্বাচন চলাকালে উপজেলার বক্রিকান্দি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ১১টায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ প্রবেশের পরপরই বিএনপি’র সমর্থকরা বাঁধা প্রদান করায় উভয় পক্ষের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

শেয়ার করুন

দেবীদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীর জয়

তারিখ : ১১:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১

কুমিল্লা দেবীদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মো. আবুল কালাম আজাদ বিপুল ভোটে জয়ী হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনী পরিবেশ অবাধ ও সুষ্ঠ করতে এবং ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা বলয় তৈরিতে, র‌্যাব, পুলিশ, বিজিবি, ষ্ট্রাইকিং ফোর্স এবং আনসারসহ প্রায় সহস্রাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। বেলা ১২টার পর কেন্দ্রগুলো প্রায় ভোটার শূন্য হয়ে পড়ে।

রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেসরকারি ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ মোট ভোট পেয়েছেন ৯৫ হাজার ৫৬৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী এ,এফ,এম তারেক মুন্সী পেয়েছেন ৫৯ হাজার ১৪২ ভোট, নৌকা প্রার্থী এগিয়ে আছে ৩৬ হাজার ৪২২ ভোটে।

এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ৭৮১ ভোট এবং স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী আব্দুল হক খোকন পেয়েছেন ৫৫৩ ভোট। বাতিল ভোট ২ হাজার ১২৯ ভোট এবং মোট ভোট পড়ে ১ লাখ ৫৬ হাজার ৪০ ভোট। ৪৬.৮৬ শতাংশ ভোট পড়েছে।

গত বছরের ৩ ডিসেম্বর দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়।

নির্বাচন চলাকালে উপজেলার বক্রিকান্দি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ১১টায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ প্রবেশের পরপরই বিএনপি’র সমর্থকরা বাঁধা প্রদান করায় উভয় পক্ষের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।