নগরীর উত্তর রামপুর লকডাউন করেছে এলাকাবাসি

নিজস্ব প্রতিবেদক।।

প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন উত্তর রামপুর মধ্যমপাড়া লকডাউন করে দিয়েছে এলাকাবাসি। এলাকাবাসির সিদ্ধান্ত অনুযায়ী ৬ এপ্রিল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর রামপুর মধ্যমপাড়া সম্পুর্ণ লক ডাউনে থাকবে। করোনা প্রতিরোধে এ উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। উত্তর রামপুর মসজিদ কমিটির সভাপতি সেলিম মজুমদার, সহ স্থানীয়রা জানায়,করোনা ভাইরাস বিস্তার রোধে নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মিস্ত্রিপুকুর পাড় হয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লিংক রোডটি এ এলাকা দিয়ে যাওয়ার ফলে দৈনিক কয়েক হাজার গাড়ি এ রাস্তায় চলাচল করছে। করোনা ভাইরাসে পরিস্থিতিতে একটি এলাকা দিয়ে দৈনিক কয়েক হাজার মানুষের চলাফেরা করা হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের জন্য খুব বেশিই ঝুকিপূর্ণ। স্থানীয়রা বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে সড়কটি সম্পূর্ণ বন্ধ করে দেয়। জনসাধারণের জরুরী প্রয়োজনে বিকল্প রাস্তা ব্যাবহার করবে। এ এলাকায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ।
জরুরী প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যাওয়া থেকেও বিরত রয়েছে মানুষ। সকল বয়সের লোকজন বাধ্যতামূলক মাস্ক ব্যাবহার করতে হবে। স্থানীয় বাসিন্দা ও কুমিল্লা ন্যাশনাল ক্লাবের দফতর সম্পাদক রবিউল আউয়াল তুহিন বলেন,আশা করছি সবাই সার্বিকভাবে সহায়তা করবেন। সকলে নিজে নিরাপদে থাকুন, সমাজকে নিরাপদ রাখুন। এটা সবার নৈতিক দায়িত্ব।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!