মাজহারুল ইসলাম বাপ্পি।।
কুমিল্লা মহানগরীর কচুয়া চৌমুহনীতে পূর্ব শত্রুতার জের ধরে এক অসহায় পরিবারে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় দুই নারী এক শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন নগরীর ২২ নং ওয়ার্ডের কচুয়া চৌমুহনী এলাকায় রবিবার সকাল নয়টায় পূর্ব শত্রুতার জের ধরে কচুয়ার মৃত হাজী আনু মিয়ার ছেলে আবু তাহের, মোতাহের, আব্দুল কাদির ও শাহিনের নেতৃত্বে একই এলাকার মোমিন, আবাদ মিয়া, আঃ হাকিম, সোহেলসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জন পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে দা, ছেনি, রড নিয়ে কাউসারের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে।
ভাংচুরের পর ঘরের মালামাল, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
বাড়ি-ঘর ভাংচুরের সময় বাঁধা দেয়ায় শেফালী বেগম, অজুফা খাতুন, কাউসার, হারুন ও শিশু সোলেমানকে পিটিয়ে আহত করারও অভিযোগ রয়েছে।
হামলাকারীরা ভাংচুরের পর দু’টি পিকআপে করে ঘরের মালামাল নিয়ে যাওয়ার সময় ৯৯৯ এ ফোন করায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এসে পিকআপ দুটি আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় অজুফা খাতুন বাদি হয়ে ২৯ আগস্ট রবিবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় উল্লেখিত হামলাকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।