মোস্তাকিমুল নাফিস :
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডে উৎসব মুখর পরিবেশে করোনাভাইরাস প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল নয়টা থেকে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। ২৩ নং ওয়ার্ডের বৃদ্ধ সহ প্রাপ্ত বয়সের সকল মানুষ উচ্ছ্বাসের সঙ্গে নির্ধারিত টিকা কেন্দ্রে পায়ে হেঁটে কিংবা রিকশা, ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা করে ওয়ার্ডের চাঙ্গিনী মোড় টিকা কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন।
প্রতিকূল আবহাওয়াতেও আনন্দচিত্তে লাইনে দাঁড়ান কাঙ্খিত টিকা নিতে আসা মানুষ। জাতীয় পরিচয় পত্র (ভোটার আইডি কার্ড) নিয়ে আসলেই খুব সহজেই মিলছে মডার্না টিকা।
এ ব্যাপারে সিটির ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন জানান,সরকারের ঘোষণা অনুযায়ী ওয়ার্ডের চাঙ্গিনী কেন্দ্রে মানুষকে করোনা ভাইরাস প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে। মানুষ উচ্ছ্বাসের সঙ্গে সকাল থেকে কেন্দ্রে আসছে শুরু করেছে মানুষ।
আগের তুলনায় মানুষে অনেক বেশি আগ্ৰহ বেড়ে টিকার প্রতি। জনগণের দোরগোড়ায় করোনা টিকা পৌঁছে দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমিল্লা সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার ভাই এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সারোয়ার জাহান বাদল,সহ-সভাপতি মোঃ মোসলেম, জাহাঙ্গীর মেম্বার, সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী কামাল, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান,ওয়ার্ড যুবলীগ আহবায়ক জামাল হোসেন, যুবলীগ নেতা মোঃ বিল্লাল হোসেন, ২৩নং ওয়ার্ড সচিব মোঃ আবুল বাশার,২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মেহেদী,ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নাসির,ছাত্রলীগ নেতা সায়মন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।