নিজস্ব প্রতিবেদক :
করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে কর্মহীন সিএনজি শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৯জুলাই) কুমিল্লা মহানগরীর ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন এর অফিস সংলগ্ন মাঠে, স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সিএনজি-অটো শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী,২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন,২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক গাজী কামাল,২৩নং ওয়ার্ড কাউন্সিলর সচিব মোঃ আবুল বাশার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ভয়াভয় করোনার এ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে প্রশাসনের লোকজন মাঠে থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে। লকডাউন বাস্তবায়নের পাশাপাশি কর্মহীন হয়ে পরা সিএনজি শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী পোঁছে দিচ্ছি। কুমিল্লার কোন মানুষ খাদ্য সংকটে ভুগবে না।
প্রশাসন এ দেশের মানুষের শত্রু নয়,বরং প্রকৃত বন্ধু। প্রশাসন আপনার ও আপনার পরিবারের সদস্যদের মঙ্গল চায় বিধায়,বিনা প্রয়োজনে কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করছে। সমাজের যে কোন মানুষ ৩৩৩ নাম্বারে ফোন দিলে প্রশাসন তাদের দোরগোড়ায় গিয়ে খাদ্য পৌঁছে দিবে।তাই আপনার সকলে আগামী ৫ আগস্ট পর্যন্ত কেউ ঘর থেকে বের হবেন না। স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিজে ভালো থাকুন,পরিবার-পরিজন ও দেশের মানুষকে ভালো রাখুন। কুমিল্লা জেলা প্রশাসন আপনাদের পাশেই রয়েছে।
এছাড়াও বৃহস্পতিবার বিকালে নগরীর ১৯নং ওয়ার্ডের নেউরা স্কুল মাঠে ৬৫ জন সিএনজি শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করেন অতিথিবৃন্দ। এসময় ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর উম্মে সালমা লিজা,মহানগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য ও ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।