নাঙ্গলকোটে আপন মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির শীহর গ্রামে আপন মেয়ে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।

এ ঘটনাটি ৭ মাস আগে ঘটলেও অবশেষে ৩জুলাই শনিবার সকালে ধর্ষিতা মেয়ে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত বাবা ফারুক মিয়াকে ঢালুয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। এর আগে এ ঘটনাটি ভিকটিম তার মাকে জানালে মা এলাকার সালিসদারদেরকে বিষয়টি জানান।

পরে সালিসদাররা গ্রাম্য সালিস বৈঠক বসিয়ে ভিকটিম তার বাবাকে বিয়ে দিয়ে অনত্র চলে যাওয়ার পরামর্শ দেন।

নাঙ্গলকোট থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন,ভিকটিম বাদী মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক পিতা ফারুককে গ্রেপ্তার করে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

উল্লেখ – গত ১৩ জানুয়ারী দুপুরে ধর্ষক তার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে বলে বাঙ্গড্ডা বাজার কবুতর হাটের ৩য় তলা বিল্ডিংয়ের ঘরের একটি রুমে নিয়ে যায়। এর পর ভিকটিমের জন্য ২ টি থ্রী পিস ক্রয় করেন। থ্রি পিস পছন্দ হয়েছে কিনা দেখার জন্য বলেন। ওই রুমে কেউ না থাকায় জোরপূর্বক ধর্ষণ করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!