নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটে আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি আই.এফ.এস এর আয়োজনে এস.এস.সি পরীক্ষায় সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ২০২৩ সালে নাঙ্গলকোট উপজেলায় এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত ৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান করা হয়। আই.এফ.এস পরিচালক মন্ডলির সভাপতি বশিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক আমিনুল হক মাওলা।
কবি আফজাল হোসাইন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা ব্যবস্থাপক আবু নাইম, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ নুর উল্লাহ মজুমদার, ঢালুয়া বহুমূখী উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মাহবুবুল হক, আই. এফ. এস সাবেক সভাপতি নূরুল আলম নূরু, আই. এফ. এস পরিচালক কবির আহম্মদ,
বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদার, ঝিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, তুলাতুলি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন, বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক মাওলানা এয়াছিন মজুমদার, দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহ আলম, মক্রবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক শফিকুর রহমান, সোন্দাইল উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, বাঙ্গড্ডা ইক্বরা স্কুল সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মোতালেব প্রমূখ।
অনুষ্ঠান শেষে এস.এস.সি পরীক্ষায় নাঙ্গলকোট উপজেলায় সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ টাকা, ক্রেস্ট, পুরস্কার ও এক কেজি করে মিষ্ট তুলে দেন আই. এফ. এস কর্তৃপক্ষ।
মাঈন উদ্দিন দুলাল,